চবির শাটল ট্রেনে আগুন
শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত নেই। বর্তমানে বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রাত সাড়ে আটটার শাটল ট্রেনটি প্ল্যাট ফরমে অবস্থান করছিল। রাত দিকে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি সিট পুড়ে গেছে। পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোন হতাহত নেয় এবং রাতে আর কোন শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশে ছেড়ে যায়নি বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।


